- Table View
- List View
Amader Prithibi class 8 - West Bengal Board: আমাদের পৃথিবী অষ্টম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। এই পাঠ্যপুস্তকে ‘ভূগোল’ বিষয়টিকে মানবজীবন আর তার পরিবেশের নিরিখে পরিবেশন করা হয়েছে। শিক্ষার্থীর চেনা গণ্ডি অথাৎ তার বাড়ি, স্কুল, চারপাশের জগৎ থেকে ক্রমে ব্যাপ্ততর ভৌগোলিক ধারণার মধ্যে ধাপে ধাপে নিয়ে যাওয়া হয়েছে। নানা ধরনের হাতেকলমে কর্মচর্চার মাধ্যমে যাতে শিক্ষার্থীর কাছে ভূগোলের বিভিন্ন মৌলিক বিষয়গুলি স্পষ্ট হয়ে ওঠে, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। নানান সরল মানচিত্র, বৈচিত্র্যে ভরা ছবি, ধারণা গঠনের লেখচিত্র, তথ্যমৌচাক প্রভৃতি অভিনব শিখন সম্ভারে বইটি আকর্ষণীয় হয়ে উঠেছে। অন্যদিকে সামগ্রিক নিরবচ্ছিন্ন মূল্যায়নের (CCE) নানা ক্ষেত্র বইটিতে বিদ্যমান। সেসব সমীক্ষা আর সক্রিয়তা উত্তেজনা আর আনন্দে ভরপুর। আশা করি, ভূগোলের ধারণাগুলি শিক্ষার্থীর কাছে এইভাবে যথেষ্ট অভিজ্ঞতা নির্ভর হবে। তাদের ব্যাখা করার ক্ষমতাও বৃদ্ধি পাবে। বইয়ের শেষে ‘শিখন পরামর্শ’ অংশে বইটির ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাবও মুদ্রিত হলো।
Atit O Aitya class 8 - West Bengal Board: : অতীত ও ঐতিহ্য অষ্টম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। উচ্চ-প্রাথমিক স্তরের ইতিহাস বইয়ের নাম অতীত ও ঐতিহ্য। নতুন পাঠ্যসূচি অনুসারে বইগুলি পরিবেশ ও ইতিহাস পর্যায়ভুক্ত। অষ্টম শ্রেণিতে ভারতের আধুনিক সময়ের ইতিহাস-এর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় হবে। এই বইতে আখ্যানমূলক বিবরণের পাশাপাশি আধুনিক বিশ্লেষণের মাধ্যমে সহজভাবে ঘটনাবলিকে শিক্ষার্থীর সামনে পরিবেশন করা হয়েছে। একদিকে নজর দেওয়া হয়েছে যাতে তথ্যভার অতিরিক্ত আকারে শিক্ষার্থীকে বিড়ম্বিত না করে, আবার অত্যধিক সরল করতে গিয়ে ইতিহাসের প্রয়োজনীয় যোগসূত্রগুলি যেন তার কাছে অস্পষ্ট না হয়ে পড়ে। ভারতবর্ষের ঔপনিবেশিক অতীত, জাতীয়তাবাদী এবং অন্যান্য আন্দোলনসমূহের বিচিত্র ও জটিল গতিপথগুলি যথাযথ মূর্ত অবয়বে শিক্ষার্থীর সামনে স্পষ্ট করে তোলার চেষ্টাও আমরা করেছি। ইতিহাসের মৌল ধারণা নির্মাণের ক্ষেত্রে এই পাঠ্যপুস্তক যাতে কার্যকর হয়, সেবিষয়ে, বিশেষ যত্ন নেওয়া হয়েছে। প্রাসঙ্গিক বিষয়-ঘটনা পর্যালোচনার মাধ্যমে এইভাবে শিক্ষার্থী ইতিহাসকে জীবন্ত এবং অর্থবাহী একটি প্রবাহ হিসেবে বিচার করতে শিখবে। বিভিন্ন প্রামাণ্য ছবি এবং মানচিত্র সেকারণেই বইটিতে ব্যবহার করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষেই সংযোজিত আছে নমুনা অনুশীলনী- ‘ভেবে দেখো খুঁজে দেখো’। সেগুলির মাধ্যমে হাতেকলমে এবং স্ব-স্ব অভিজ্ঞতার নিরিখে শিক্ষার্থীরা ইতিহাস বিষয়টি নিয়ে নানা ধরনের চর্চা করতে পারবে। বইয়ের শেষে ‘শিখন পরামর্শ অংশে শ্রেণিকক্ষে বইটি ব্যবহার প্রসঙ্গে কয়েকটি মূল্যবান প্রস্তাব মুদ্রিত হলো। দক্ষ যশস্বী শিল্পীরা বইগুলিকে রঙে-রেখায় আকর্ষণীয় করে তুলেছেন। তাঁদের কৃতজ্ঞতা জানাই। আশা করি, নতুন দৃষ্টিভঙ্গিতে নির্মিত এই পাঠ্যপুস্তকটি ইতিহাস শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।
Bangla Bhasha O Shilpa Sahitya Sanaskritir Itihash Class 12 - West Bengal Board: বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দশ শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। যে-কোনো জাতির সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সেই জাতির সংগীতের ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত। অন্যদিক থেকে বলা যায়, ছাপাখানা-পূর্ব সময়ে মানুষের যে-কোনো সাহিত্যই মূলত মৌখিক ঐতিহ্য-নির্ভর। আর মনে রাখার জন্য এই মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত সুর ও তাল। মধ্যযুগ পর্যন্ত পৃথিবীর যে-কোনো দেশের, যে-কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে তাই সংগীত আখ্যা দেওয়া উচিত। বাংলা সাহিত্যের ইতিহাসও তাই অন্তত মধ্যযুগ অবধি বাংলা সংগীতের ইতিহাসকে অঙ্গীকার করেই গড়ে উঠেছে।ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে। লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না। অনেকে মনে করেন, লিখিত ভাষা ও মুখের ভাষা একই এমনকি অনেকে লিখিত ভাষাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আসলে ব্যাপারটি তার বিপরীত। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে। মানুষের ভাষার উদ্ভব কীভাবে হয়েছে। তা নিয়ে সকলে একমত হতে না পারলেও কয়েক লক্ষ বছর আগে মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই নবীন। লেখা শুরু হয়েছে পাঁচ ছয় কি সাত হাজার বছর আগে। মুখের ভাষাকে লিখন পদ্ধতি কখনো সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। লিখিত ভাষার বহু সীমাবদ্ধতা আছে।
Bengali Bhasa O Sanskriti class 11 - West Bengal Board: বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। সাহিত্যের সঙ্গে জড়িয়ে থাকে ভাষা ও সংস্কৃতির প্রসঙ্গও। তাই একদিকে যেমন আধুনিক ভাষাবিজ্ঞানের দিক থেকে পৃথিবীর সব ভাষার পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার অবস্থানকে বুঝে নেওয়া জরুরি তেমনই প্রয়োজন বাংলা ভাষার বৈচিত্র্য সম্বন্ধে সম্যক ধারণার। আবার বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ধারাগুলির সঙ্গে পরিচয় না থাকলে বাঙালি সংস্কৃতিকে অনুভব করা যাবে না কিছুতেই।
Bhasa Charya class 8 - West Bengal Board: বাংলা ভাষাচর্চা অষ্টম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। অষ্টম শ্রেণির জন্য নতুন পাঠক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী ‘লা ব্যাকরণের বই ‘বাংলা ভাষাচর্চা’ প্রকাশ করা হলো। এই ‘বাংলা ভাষাচর্চা’ বইটি ব্যাকরণ এবং নির্মিতি অংশ নিয়ে গঠিত। ব্যাকরণ অংশ যেমন ছাত্রছাত্রীদের ভাষাজ্ঞানকে নির্ভুল ও যথাযথ করবে, তেমনি নির্মিতি অংশ সাহায্য করবে তাদের সৃজনশীল লেখালিখির ক্ষেত্রে।
Chotoder Pather Panchali class 8 - West Bengal Board: ছোটোদের পথের পাঁচালী
by Bibhutibhushan BandyopadhyayMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। মূল ‘পথের পাঁচালী’ বইটিকে বিশেষজ্ঞ কমিটি সম্পাদনা করে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের উপযোগী করে গড়ে তুলেছেন। আশা করা যায়, দ্রুতপঠন বই হিসেবে ‘ছোটোদের পথের পাঁচালী' শিক্ষার্থীদের সমাদর পাবে। বইটিকে রঙে-রেখায় অসামান্য অবয়ব দিয়েছেন প্রখ্যাতশিল্পী দেবব্রত ঘোষ। আশা করি, একটি গোটা বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের পঠন-সামর্থ্য যেমন বাড়বে, অন্যদিকে সক্রিয়তা-নির্ভর অনুশীলনীর মাধ্যমে তাদের ভাষা-সাহিত্য বোধও উন্নত হবে।
Circuser Meye (সার্কাসের মেয়ে)
by Ypsa Writersএই বইয়ের গল্পটি বেশ প্রাণবন্ত এবং আকর্ষণীয়। এখানে বিনোদনের মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এ ছাড়া কিশোর, পরিবারের সদস্য, মাতা-পিতা, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বাস্থ্যকর্মীসহ অন্য সকলে যারা বিষয়টির সাথে জড়িত তাদের জন্যও বেশ কিছু তথ্য এতে রয়েছে। একজন মানুষকে জীবনে অনেকগুলো ধাপ পার হতে হয়। ১০ থেকে ১৯ বছর বয়সের মধ্যে কিশোর-কিশোরীরা শারীরিক ও মানসিকভাবে বড় হয় এবং তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে। এ সময়ে তারা খুব কৌতূহলী ও চঞ্চল থাকে। তবে শারীরিক পরিবর্তন, মানসিক চাপ ও দুঃশ্চিতা কাটিয়ে ওঠাসহ বিভিন্ন ধরনের আবেগ প্রবণতা ও সামাজিক সমস্য কিভাবে সমাধান করা যায় তা শেখার এটাই সঠিক সময়।
Corona Virus Covid -19 Question-Answer
by Whoবিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতামূলক কিছু প্রশ্নোত্তর।
Disaster Management Law
by Bhim Charan Roy Md Abdul BarikThis is about Disaster Management Law in Bangladesh.
Ganit Prokash class 10 - West Bengal Board: গণিত প্রকাশ দশম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary Educationদশম শ্রেণির গণিত বইয়ের নাম গণিত প্রকাশ। বইটিতে ধাপে ধাপে গাণিতিক সমস্যাবলি সমাধানের পদ্ধতি শেখানো হয়েছে। শিক্ষার্থীর সুবিধার জন্য প্রতিটি ক্ষেত্রেই সযত্বে মৌল ধারণাগুলিকে প্রাঞ্জল ভাষায় এবং হাতেকলমে পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। গণিত বিষয়টিকে বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় করে তোলার সযত্ব প্রয়াস বইটিতে সহজেই লক্ষ করা যাবে। শিক্ষার্থীর প্রায়োগিক সামর্থ্যবৃদ্ধির দিকেও আমরা তীক্ষ্ণ নজর রেখেছি। আশা করা যায় শিক্ষার্থীমহলে বইটি সমাদূত হবে।
Ganit Prokash class 9 - West Bengal Board: গণিত প্রকাশ নবম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary Educationপাটীগণিত, বীজগণিত ও জ্যামিতি বিষয়গুলিকে সুন্দর ও সহজভাষায় এমনভাবে বর্ণনা করা হয়েছে ও সমাজের নানা সমস্যা সমাধানের সফল হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টাকে অধিকতর ভালোভাবে প্রসারিত করা হয়েছে।
Ganit Prova class 8 - West Bengal Board: গণিতপ্রভা অষ্টম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary Educationএই গণিত বইটি অষ্টম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী প্রণয়ন করা হয়েছে ও নামকরণ করা হয়েছে ‘গণিতপ্রভা’। এই বইটিতে গণিতকে ভাষা হিসাবে চর্চা করার প্রতিষ্ঠিত ধারা অনুসৃত হয়েছে যাতে করে গণিতের ভাষায় ভাষান্তরিত সমস্যাটি দেখে শিক্ষার্থীরা বুঝতে পারে সংশ্লিষ্ট সমস্যায় কোন গাণিতিক প্রক্রিয়া, সূত্র বা পদ্ধতি প্রয়োগের প্রয়োজন। পাটীগণিত, বীজগণিত ও জ্যামিতি বিষয়গুলিকে সুন্দর ও সহজভাষায় এমনভাবে বর্ণনা করা হয়েছে যাতে করে সমস্ত শিক্ষার্থী ভালোভাবে বিষয়টি আয়ত্ত করতে পারে। গণিতকে শিক্ষার্থীর ব্যক্তি জীবন, পরিবার ও সমাজের নানা সমস্যা সমাধানের সফল হাতিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টাকে অধিকতর ভালোভাবে প্রসারিত করা হয়েছে।
Gorbnirodhak Khabar Bori
by Ypsa Writerখাবার বড়ি হলো সর্বাধিক ব্যবহারিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। জন্মনিয়ন্ত্রের কার্যকারিতা অক্ষুন্ন রেখে পার্শ্বপ্রতিক্রিয়া কমানোর উদ্দেশ্যে গর্ভনিরাধক খাবার বড়ি ব্যবহারিত হয়। গর্ভনিরোধক ইনজেকশন মহিলাদের জন্য কার্যকর অস্থায়ী ও স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি।এটি একটি বহুল ব্যবহারিত অত্যন্ত কার্যকর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।
Health and Physical Education class 12 - West Bengal Board: স্বাস্থ্য ও শারীরশিক্ষা দ্বাদশ শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের যে-কোনো ধরনের বিকাশের প্রাথমিক শর্ত হল সুস্থ শারীরিক বৃদ্ধি। সেজন্য প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি শারীরিক ও সমাজ মনস্তাত্ত্বিক বিকাশের জন্যে সকল শিক্ষার্থীকে স্বাধীনভাবে খেলাধুলা করানো, প্রথাবদ্ধ ও প্রথামুক্ত খেলা, যোগব্যায়াম, একক ও দলগত খেলা ও বিভিন্ন ক্রীড়া অনুশীলন করানো জরুরি। একক ও দলগত খেলাধুলার জন্য শিক্ষার্থীদের কয়েকটি ক্ষমতা অর্জন করতে হয় যথা— পরিশ্রম করার ক্ষমতা, খেলার সামগ্রিক দক্ষতা, আত্মরক্ষার কৌশল ও পারস্পরিক সহানুভূতি।
Health Physical Education class 11 - West Bengal Board: স্বাস্থ্য ও শারীরশিক্ষা একাদশ শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। জীবন গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলোর ভূমিকা প্রশ্নাতীত। চরিত্র গঠনের উপযোগী শিক্ষা, অফুরান আনন্দের উৎস খেলাধুলোর থেকেই মেলে। শারীরিক সক্ষমতা অর্জন করা ও তা বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা, ধৈর্য, বিনয়, জয়ের জন্য অদম্য ইচ্ছাশক্তি, নিয়ম-কানুন ও আচরণবিধির প্রতি শ্রদ্ধাবোধ, দলগত ঐক্যের প্রতি আস্থা এবং এক সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলার অনুপ্রেরণার মতো গুণ খেলাধুলোই আমাদের মধ্যে সঞ্চারিত করে দেয়। নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যের বোধ পরবর্তী সময়ে সমাজজীবনেও আমাদের এগিয়ে নিয়ে চলে, মূল্যবোধের শিক্ষা আমাদের পথ দেখায়। শরীর, মন ও চরিত্র গঠনের এই অত্যাবশ্যকীয় দিকগুলি এই গ্রন্থে তীক্ষ্ণ অভিনিবেশসহ আলোচিত হয়েছে, যা আগামি দিনের সুনাগরিক গড়ার কাজে সুন্দরভাবে ব্যবহৃত হতে পারবে।
Jashaytalar Ghat: যশাইতলার ঘাট
by Debesh Roy'Yashaitalar Ghat', mentions Kahini as having split India-Pakistan and Hindu-Muslims to expel twelve hundred Satavadi Yashai.
Koni class 10 - West Bengal Board: কোনি দশম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। কোনি নিম্ন-মধ্যবিত্ত মেয়ের কাহিনি। এতে আছে একটি মেয়ের নিরলস অধ্যবসায় ও সমস্যার সাথে মোকাবিলা করে নিজের উত্তরণ। লড়াই করে জিতে যাওয়া।
Mahabharat: মহাভারত
by Rajshekhar BasuAuthor Rajshekhar Basu described the battle of Kurukshetra that lasted for eighteen days of Mahabharata in this book.
Nijekay Jano
by Ypsa Writersযুবসমাজে এইচআইভি সংক্রমণ প্রতিরোধের তথ্য, দক্ষতা ও সেবাসমূহ প্রদান করা এবং এইচআইভি মহামারী থেকে রক্ষা করা। এইচআইভি/এইডস থেকে নিজেদের রক্ষা করার ক্ষেত্রে যুবসমাজ তাদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সেবাসুবিধা হাতের নাগালে পাবে, এবং এর ফলে এইচআইভি সংক্রমণ প্রতিহত করা যাবে।
Nirapod Matritta
by Ypsa Writersএকজন প্রসূতি মা কিভাবে নিরাপদে সন্তান প্রসব করবে ও পরিচর্চা করবে এবং ১-৩ বছরের শিশুকে কিভাবে সেবা, যত্ন ও লালন পালন করবে তার গাইড লাইন।
Nitisutha: 3 Panchatrater Galpa (Stories from the Panchatantra) Bangla
by Pandit Pareshchandra ShastriThe present book draws its content from the original stories written by the great Sanskrit scholar Vishnusharma for imparting moral lessons to the royal princes. The original stories are divided into five main sections (Mitra-bheda: The Separation of Friends; Mitra-lábha or Mitra-samprápti: The Gaining of Friends; War and Peace; Loss of Gains and ill-Considered Actions). Each section has several sub stories such as the lion, bull and the fox, the four friends etc to highlight various values and morals. In the present book the stories have been retold using simple and modern language. The word limit for each story has been fixed at 200 words in order to keep them short and easy to read and reflect. Practice exercises have been provided at the end of each chapter/story for recapitulation.
Peer Education Aid to Sexual and Reproductive Health Rights for Young People
by Ypsa Writersযৌন ও প্রজনন স্বাস্থ্য একটি স্পর্শকাতর বিষয়, যা বড়রা সহজে তাদের বয়সী ছোট যারা, তাদের সাথে আলোচনা করতে পারেনা এবং স্বাচ্ছন্দ্যবোধ করেনা। কিন্তু বিষয়গুলি কিশোর-কিশোরী/যুবক-যুবতীর জানা একান্ত প্রয়োজনীয়, কেননা আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের শিক্ষা পদ্ধতি চালু নেই। পিয়ার এডুকেশন এমন একটি পদ্ধতি, যেখানে কিশোর-কিশোরী/যুবক-যুবতীরা সহজেই তাদের বন্ধু-বান্ধবীদের সাথে তাদের মনের কথাগুলো বলতে পারে। পিয়ার এডুকেশন অধিবেশন পদ্ধতিতে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য পিয়ার এডুকেটরের মাধ্যমে জানতে পারে এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারে।
Poribesh O Biggyan class 8 - West Bengal Board: পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণি - পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
by West Bengal Board of Secondary EducationMjunction services limited এর সৌজন্যে দৃষ্টিবাধিতদের জন্য এই বইটির রূপান্তর করা হয়েছে। এই বিজ্ঞান বইটি অষ্টম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী প্রণয়ন করা হয়েছে ও নামকরণ করা হয়েছে পরিবেশ ও বিজ্ঞান’ অতীব সহজ সরল ভাষায় বইটিতে পরিবেশ, ভৌত ও জীবনবিজ্ঞানের বিভিন্ন অভিমুখ আলোচনা করা হয়েছে। বিভিন্ন ছবি, প্রতিকৃতি, চিত্রের নকশা ব্যবহার করে পরিবেশ ও বিজ্ঞানের মৌলিক ধারণার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীদের যাতে তথ্য ভারাক্রান্ত না হতে হয়, সে বিষয়ে লক্ষ রাখা হয়েছে। লেখা ও ছবিগুলি যাতে শিশুমনে আকর্ষণীয় হয় সেদিকে নজর রেখে উৎকৃষ্ট মানের কাগজ, কালি ও রং ব্যবহার করা হয়েছে। আশা করি পর্ষদ প্রণীত পরিবেশ ও বিজ্ঞান বইটি শিক্ষার্থীদের কাছে সমাদৃত হবেও তাদের শিখন সামথ্য বাড়াবে। অন্যদিকে সক্রিয়তা-নির্ভরঅনুশীলনীর মাধ্যমে তাদের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ে আগ্রহ বাড়াতে সাহায্য করবে।
Pragaitihasik: প্রাগৈতিহাসিক
by Manik Bandopadhyay“প্রাগৈতিহাসিক ” মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পটি আবর্তিত হয় “ভিখু” নামে এক দস্যুকে কেন্দ্র করে। ডাকাতি, খুন, ধর্ষন যার একমাত্র জীবিকা। তাকে কখনও পুলিশও জেলে বন্দি রাখতে পারেনি, দু’মাসের মাথায় প্রাচীর টপকিয়ে পালিয়েছে। তাই, পুলিশের কাছে ভিখু ছিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। একদিন রাতে ডাকাতি করতে গিয়ে ভিখুর ১২ জন সঙ্গী নিহত হয়। ভিখু একমাত্র জীবিত, যে পালিয়ে আসতে পারে। ডান কাঁধে বর্শার মারাত্মক আঘাত নিয়ে সে ৯ ক্রোশ পথ পালিয়ে, আহলেদ নামে এক সঙ্গীর কাছে আশ্রয় চায়। কিন্তু, পুলিশের জানাজানির ভয়ে আহলেদ তাকে নিজ বাড়িতে আশ্রয় দিতে পারেনা। অথচ, ভিখুর লুট করা স্বর্নের একটা বালা ঠিকই কৌশলে সরিয়ে রাখে।